প্রতি বছর আমি সীমিত সংখ্যক স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি । আমি অল্প ফাইল নিয়ে কাজ করবো কিন্তু যাদের জন্য করবো নিজের বেস্ট টা দিবো ।

এজেন্সি এর মতো বেশি টাকা নেয়না আমি । এছাড়া পুরো প্রসেস হবে ট্রান্সপারেন্টসব কিছু আপনি জানবেন কোথায় কি করা হবে

এছাড়া কোনও টাকা আমাকে দেওয়া লাগবে না । যেখানে যা লাগবে আপনি নিজে দিবেন । সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে আপনার কাছে । কোথায় কত টাকা লাগবে হিসেব করুন এই ক্যালকুলেটর এর সাহায্যেঃ
https://learnwithkamrul.com/cost-calculator/

এছাড়া ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে ১২ থেকে ১৫ লাখ । এটা ব্লক মানি নাশুধু স্টেটমেন্ট এ লাগবে । এই টাকা আপনি এবং আপনার স্পনসর এর একাউন্ট মিলে দেখাতে পারবেন । এইটা সম্পর্কে আরও পরে বলা হবে তবে আগে এপলাই করে অফার লেটার নিতে হবে।

আমার থেকে ফাইল প্রসেস করলে যে যে সার্ভিস পাবেন:

✔️ সিভি Making

✔️ SOP review / Making

✔️ Application to up-to 10 Universities

✔️ ইউনিভার্সিটি চুজ করতে হেল্প

✔️ রকমেন্ডেশন লেটার ড্রাফট

✔️ অন্যান সকল ডকুমেন্ট এ গাইডলাইন

✔️ CIMEA ও ইন্স্যুরেন্স করতে হেল্প

✔️ হাউসিং এ হেল্প

✔️ ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে স্পেশাল গাইডলাইন

✔️ ভিসা ফাইল জমা দেওয়ার পুরো হেল্প

✔️ ওভারল নিজের পার্সোনাল এক্সপ্রায়েন্স থেকে সকল স্টেপ এ বেস্ট গাইডলাইন।

আমার মাধ্যমে ফাইল ওপেনিং চার্জ: ১০,০০০ টাকা

এছড়া আমাকে আর কোনও টাকা দেওয়া লাগবে না আমার ভিসা হওয়া পর্যন্ত । ভিসা হতে পাওয়ার পর ওভারাল চার্জ হিসেবে ১ লক্ষ টাকা ।

আমাকে দিয়ে ফাইল প্রসেস করতেএই ফর্ম পূরণ করে সাবমিট করুন । ফাইল সাবমিট হলে আমরা কল এ কথা বলে নির্ধারণ করবো কোথাই কোথাই কোন ইউনিভার্সিটি তে অ্যাপ্লাই করবো ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name
Address
Click or drag files to this area to upload. You can upload up to 33 files.
Click or drag files to this area to upload. You can upload up to 10 files.
FILE OPENING CHARGE
আমার মাধ্যমে ফাইল ওপেন করলে এই চার্জ ছাড়া ভিসা হওয়ার আগে আর কোন চার্জ দেওয়া লাগবে না।
PAY BY BANK
Acc Holder Name: Kamrul Hassan Zibon, Ac no: 2302437560001, The City Bank Limited, Branch: Kushtia Branch,
PAY BY bKash
Acc Holder Name: Kamrul Hassan Zibon, Ac no: 01708922369, Account Type: PERSONAL, Transfer Type: SEND MONEY,
Thank You for Processing File With me. Wishing For the best!!
Payment Verified হয়ে গেলে আমি আমার whatsapp এ আপনাকে এড করে নিব । এরপর আমরা কোথাই অ্যাপ্লাই করবো সেগুলা ঠিক করবো লাইভ মিটিং এ।

নোটঃ সাবমিট বাটন এ ক্লিক করার পর ওয়েট করুন যতক্ষণ না সাক্সেস মেসেজ আসে. অনেক গুলো ফাইল আপলোড হতে সময় লাগতে পারে ।