প্রতি বছর আমি সীমিত সংখ্যক স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি । আমি অল্প ফাইল নিয়ে কাজ করবো কিন্তু যাদের জন্য করবো নিজের বেস্ট টা দিবো ।
এজেন্সি এর মতো বেশি টাকা নেয়না আমি । এছাড়া পুরো প্রসেস হবে ট্রান্সপারেন্ট । সব কিছু আপনি জানবেন কোথায় কি করা হবে ।
এছাড়া কোনও টাকা আমাকে দেওয়া লাগবে না । যেখানে যা লাগবে আপনি নিজে দিবেন । সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে আপনার কাছে । কোথায় কত টাকা লাগবে হিসেব করুন এই ক্যালকুলেটর এর সাহায্যেঃ
https://learnwithkamrul.com/cost-calculator/
এছাড়া ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে ১২ থেকে ১৫ লাখ । এটা ব্লক মানি না । শুধু স্টেটমেন্ট এ লাগবে । এই টাকা আপনি এবং আপনার স্পনসর এর একাউন্ট মিলে দেখাতে পারবেন । এইটা সম্পর্কে আরও পরে বলা হবে তবে আগে এপলাই করে অফার লেটার নিতে হবে।
আমার থেকে ফাইল প্রসেস করলে যে যে সার্ভিস পাবেন:
✔️ সিভি Making
✔️ SOP review / Making
✔️ Application to up-to 10 Universities
✔️ ইউনিভার্সিটি চুজ করতে হেল্প
✔️ রকমেন্ডেশন লেটার ড্রাফট
✔️ অন্যান সকল ডকুমেন্ট এ গাইডলাইন
✔️ CIMEA ও ইন্স্যুরেন্স করতে হেল্প
✔️ হাউসিং এ হেল্প
✔️ ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে স্পেশাল গাইডলাইন
✔️ ভিসা ফাইল জমা দেওয়ার পুরো হেল্প
✔️ ওভারল নিজের পার্সোনাল এক্সপ্রায়েন্স থেকে সকল স্টেপ এ বেস্ট গাইডলাইন।
আমার মাধ্যমে ফাইল ওপেনিং চার্জ: ১০,০০০ টাকা
এছড়া আমাকে আর কোনও টাকা দেওয়া লাগবে না আমার ভিসা হওয়া পর্যন্ত । ভিসা হতে পাওয়ার পর ওভারাল চার্জ হিসেবে ১ লক্ষ টাকা ।
আমাকে দিয়ে ফাইল প্রসেস করতেএই ফর্ম পূরণ করে সাবমিট করুন । ফাইল সাবমিট হলে আমরা কল এ কথা বলে নির্ধারণ করবো কোথাই কোথাই কোন ইউনিভার্সিটি তে অ্যাপ্লাই করবো ।
নোটঃ সাবমিট বাটন এ ক্লিক করার পর ওয়েট করুন যতক্ষণ না সাক্সেস মেসেজ আসে. অনেক গুলো ফাইল আপলোড হতে সময় লাগতে পারে ।